চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের আকবল আলীর পুত্র কুদরত আলী (৩০) কে সি.আর মামলার পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, শনিবার দুপুরে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, মারামারি মামলায় কুদরত আলী পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।
যার সি.আর মামলা নং- ৩৯/১৭। চুনারুঘাট থানার এসআই সুমনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুদরত আলীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পরে তাকে শনিবার বিকেলে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।