হবিগঞ্জ প্রতিনিধি : সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সমকালের শাহাজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে কোর্টের সামনে এ মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরাম।
মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাওসার মিয়ার সঞ্চালনায় দৈনিক জননীর নির্বাহী সম্পাদক শরিফ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক বিজয়ের প্রতিধব্বনি পত্রিকার সম্পাদক রতন চৌধুরী, করাঙ্গীনিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, আব্দুর রউফ সেলিম, সাংবাদিক শাহ কামাল আহমদ সাগর, জুয়েল চৌধুরী, জুবায়ের আহম্মদ, জিসান মিয়া, নুরু উদ্দিন সুমন প্রমূখ।