মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে :হবিগঞ্জের চুনারুঘাটে হাটবাজার গুলোতে শাকসবজির দাম স্থিতিশীল থাকলেও চাল, আটা, ময়দা, পেয়াজ ও তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আবারো বেড়ে গেছে।
আরতদারী ব্যবসার নামে এক শ্রেণীর ব্যবসায়ীরা একক আধিপত্য সৃষ্টির মাধ্যমে হঠাৎ করে এসব দ্রব্যের মূল্য বাড়িয়ে দিয়েছে বলে এ প্রতিনিধিকে ক্রেতা সাধারণ জানিয়েছে। মঙ্গলবার সকালে চুনারুঘাট বাজার ঘুরে দেখা গেছে চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ২-৩ টাকা। চাল প্রতি কেজি মোটা ৩৮-৪০টাকা, মিনিক্যাট-৫০-৫৫ টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ১০৫-১১০ টাকা, পামওয়েল ৮০-৮৫ টাকা, পিয়াজ ২০-২৫ টাকা, রসুন ১৬০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
অধিকাংশ হোটেল, বেকারী ও মিষ্টির দোকানে সয়াবিন তেলের পরিবর্তে নিুমানের পামওয়েল তেল ব্যবহার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মাছের মধ্যে রুই মাছ মাঝারী ১৪০-১৮০ টাকা, বোয়াল মাঝারী ৪০০-৫৫০ টাকা, শিং মাছ দেশি ৪০০-৬০০ টাকা, লতা ৩৬-৩৮টাকা, বেগুন-২৫-৩০ টাকা, টমেটো-২৫-২৮টাকা, কাচাঁমরিচ-৫০-৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
ভোক্তভোগীরা জানান, গ্রাম অঞ্চলে কৃষকদের ফসল চুনারুঘাট সদর বাজারে নিয়ে আসলেও আরতদারীদের প্রভাব বিস্তারের কারণে খোলাবাজারে বিক্রি করতে পারছে না। ইচ্ছার বিরুদ্ধেই আরতদারীদের কাছে বিক্রি করার পর আরতদারীরা ইচ্ছামত দাম সৃষ্টি করে বিক্রি করছে এতে ক্রেতা-বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।