হবিগঞ্জ প্রতিনিধি : সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক এর সভাপতিত্বে মাননবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি শামীম আহসান, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, যুগ্ম-সম্পাদক নুরুজ্জামান চৌধুরী শওকত, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, সময় টিভি প্রতিনিধি রাশেদ আহমেদ খান, প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, দেশ টিভি প্রতিনিধি শ্রীকান্ত গোপ, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, দিদার এলাহী সাজু, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মুমিন, সিদ্দিকুর রহমান মাসুম, কবি অপু চৌধুরী, সাংবাদিক এম শাহ আলম প্রমুখ।