আজিজুল হক নাসিরঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত বাংলাদেশ সীমানার মেইন পিলার ১৯৭৫ এর নিকট থেকে অভিযান চালিয়ে ২৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
জানা যায়, গত ১২ ফেব্রুয়ারী রবিবার রাত সাড়ে এগারটায় গোপন সংবাদ পেয়ে চিমটিবিল ক্যাম্প থেকে প্রায় ৭ কিলোমিটার দুরে পাহাড়ী পথ বেয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১৯৭৫ এর নিকট দৌড়াতে দৌড়াতে পৌঁছেন বিজিবি৫৫ চিমটিবিল ক্যাম্পের ল্যান্স নায়ক কামরুল এর নেতৃত্বে একদল বিজিবি।
এ সময় তারা অভিযান চালিয়ে সীমান্ত থেকে বাংলাদেশ অভ্যন্তরে দু,শ গজের মধ্যে পরিত্যক্ত অবস্থায় বস্তায় থাকা ভারতীয় গাঁজা উদ্ধার করেন। পরে তারা বস্তা গুলো কাঁধে করে ক্যাম্পে এনে জব্দ করেন।