নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে সাবালক মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পূলিশ।
সোমবার সকালে লাখাই থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এর আগে রবিবার রাত ১২ টার দিকে ঘরের তীরে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয় সাবালক মিয়া।
পরিবারের লোকজন রাতে আচঁ করতে পেরে তাৎক্ষনিক পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য মর্গে সোমবার প্রেরণ করে। পরে ময়ানতদন্তের পর লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। সাবালক মিয়ার পরিবার সুত্রে জানা যায়, ইতোপূর্বেও সে বেশ কয়েকবার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়েছিল।