হামিদুর রহমান,মাধবপুর থেকে : এক নারী লোভী প্রতারকের ভন্ডামীর রহস্য উদঘাটন হয়েছে। প্রতারনা করে একে একে ৪টি বিয়ে করাসহ নিজেকে এমপি, মন্ত্রির ও সচিবের ঘনিষ্টজন কখনও কখনও নিজেকে নৌবাহিনীতে চাকুরী জীবি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমান অর্থ। চাকুরী দেওয়া এবং বিয়ের প্রলোভনে স্কুল পড়–য়া মেয়ের সম্ভ্রম হানির খোজ পাওয়া গেছে।
বহুরুপ ধারনকারী প্রতারক দেলোয়ার হোসেন খোকন উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের আবুল হোসেনের পুত্র। হবিগঞ্জ নারী শিশু আদালতে অপহরন ও ধর্ষনের অভিযোগে দায়ের করা এক মামলার তদন্ত করতে গিয়ে খোকনের অন্তরালের খবর বেরিয়া আসে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মোহন মিয়া বাদী হয়ে তার স্কুল পড়–য়া মেয়েকে অপহরন ও ধর্ষনের অভিযোগ এনে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে মাধবপুর থানায় মামলাটি এফআইআর গন্য রুজ্জু হয়। যার নং ১১/১৬। মামলার এজাহারে অপহরন ও ধর্ষন শেষে ফেলে রেখে যাওয়ার অভিযোগ করা হলেও প্রেমের সর্ম্পকের সত্যতা পাওয়া যায়।
কখনও নিজের নাম ঠিকানা গোপন রেখে চদ্মনামে নিজেকে চাকুরীজীবি পরিচয়ে মোবাইল ফোনের দীর্ঘদিনের প্রেমের স্বীকৃতি দিয়ে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে হাতধরে পালিয়ে যায় স্কুল পড়–য়া মোহন মিয়ার মেয়ে। এরই বিহীত করতে তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখ করা মোবাইলের কললিষ্ট ও বিভিন্ন পন্থা অবলম্বন করা হলে বেরিয়ে আসে খোকন বিগত ৫-৬ বছর আগে কুয়েতে গিয়ে অবস্থানকালে সেখান থেকে মোবাইল ফোনে বগুড়ার মমতাজ বেগম নামে এক কিশোরীকে বিয়ে করে। দেশে এসে খুলনা থেকে তাকে নিয়ে এসে প্রায় ২ বছরের সংসার জীবনে খোকনের দুশ্চরিত্র তার কাছে প্রকাশ পেতে থাকে। সংসারের টানা পোড়া স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে মমতাজ বগুড়া বাবার বাড়ী চলে গেলে ভবানীপুর গ্রামের ফুলমিয়ার মেয়ে সেলিনা আক্তারকে বিয়ে করে।
সেলিনার কুল জুড়ে আসে দুটি সন্তান। স্ত্রী সন্তানদের ফেলে ধর্মঘর একই ইউনিয়নের বীরসিংহ পাড়ার তিতু মিয়ার অনার্স পড়–য়া কন্যা সোনিয়া আক্তারের সাথে মোবাইলে প্রেমের সর্ম্পক তৈরী করে গত বছরের ১৯ জুন জাল জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে হবিগঞ্জ নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করে ৫লক্ষ টাকা দেন মোহরে। ৪র্থ পর্যায়ে মোহনপুরের মোহন মিয়ার মেয়ের সাথে মোবাইলে নিজেকে নৌ বাহিনীর অফিসার পদে চাকুরীজীবি পরিচয় দিয়ে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। বিয়ের প্রলোভন দিয়ে ওই মেয়েকে নিয়ে বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করে পরপর ৭দিন কাটিয়ে ঢাকা এয়ারপোর্ট রেল ষ্টেশনে রেখে পালিয়ে যায় খোকন।
এ ঘটনায় মোহন বাদী হয়ে সর্ম্পক স্থাপনের ক্ষেত্রে ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে একজন জনপ্রতিনিধির প্ররোচনায় আন্দিউড়া গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের সরকারী চাকুরীজীবি ও তার পিতা ভাইকে অপহরন ও ধর্ষন মামলা করে। আর এই মামলাটি তদন্ত করতে গিয়ে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ দীর্ঘ দিন তদন্ত করে প্রতারক খোকনের বিয়ে বিয়ে খেলার রহস্য উন্মুচন করেন।
নারীর প্রতি লোভ দেখিয়েই সে ক্রান্ত থাকেনি পাশা পাশি খোকন নিজেকে কখনও এমপি, মন্ত্রির ও সচিবের ঘনিষ্টজন পরিচয় দিয়ে চাকুরীর লোভ দেখিয়ে এলাকার নিরিহ সরল মনা যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের আবুল হোসেন চৌমুহনী বাজারে ফুটপাতে বসে কাপড় বিক্রয় করতেন। তাকে সহযোগিতা করতো তার ছেলে খোকন । ৫-৬ বছর পূর্বে খোকন কাজের জন্য কুয়েত চলে যায়। সেখানেও খোকন বিভিন্ন অপরাধ করলে স্থানীয় বাংলাদেশীরা তাকে দেশে পাঠিয়ে। কুয়েত ফেরত খোকন ঢাকায় প্রাইভেট কোম্পানীতে কিছু দিন চাকুরী করার পর এলাকায় এসে প্রচার করে অমুক সচিব তমুক সচিব তার ঘনিষ্টজন । এই সচিবদের মাধ্যমে চাকুরী দেওয়ার নাম করে এলাকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। রাতা রাতি হয়ে যায় কাপড় বিক্রেতা আবু হোসেনের ছেলে কোটিপতি খোকন।
পুলিশ সূত্রে জানা যায়,চাকুরী দেওয়ার লোভ দেখিয়ে খোকন কুষ্টিয়ার এক পুলিশ অফিসারের আত্মীয়ের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।এ বিষয়ে ঢাকা সিএম আদালতে দায়েরকৃত মামলায় তার বিরোদ্ধে গ্রেফতারী ফরোয়ানা রয়েছে।
নারী লোভী খোকনের চাকুরীর প্রলোভনে প্রতারণার স্বীকার হয়ে স্থানীয় যুবক শমসের আলী,তাজুল ইসলাম লিটু,হাবিুবুর রহমান লিমন,তাপস সহ আরও কয়েকজন জানান,আমরা সরল বিশ্বাসে চাকুরী পাওয়ার লোভে তাকে টাকা দিয়ে আমরা দিশেহারা। তার মোবাইল বন্ধ । আমরা বার বার তার পরিবারের সাথে যোগাযোগ করেও কোন সমাধান পাচ্ছি না। নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান,সাধারণ কাপড় বিক্রেতা থেকে খোকন যখন হঠাৎ করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছিল কয়েকদিনের ভিতর তখনই আমাদের সন্দেহ হয়েছিল । খোকন ছোট বেলা থেকেই চালাক প্রকৃতির ছিল।
কুয়েত প্রবাসী চৌমুহনী ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামের লিটন আহম্মেদ বলেন,খোকন আর আমি কুয়েতের একই এলাকায় থাকতাম । সে বাংলাদেশী এক মালিকের দোকানের মালিকের কর্মচারী ছিল। দোকানের মালামাল ও টাকা চুরি করতে গিয়ে সে মালিকের হাতে আটক হয়ে যায়। তখন স্থানীয় বাংলাদেশীদের সহযোগিতায় তাকে আমি ছাড়িয়ে আমার নিজের টাকা দিয়ে দেশে ফেরত পাঠাই । আজও আমি সেই টাকা গুলো ফেরত পাইনি। সে খুবই চালাক প্রকৃতির লোক তার দৃষ্টান্ত মূলক বিচার হওয়া উচিত।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান,ভিকটিমের বক্তব্য ,মোবাইলের কললিষ্ট ও বিভিন্ন সূত্র ধরে দীর্ঘ দিন মামলাটি তদন্ত করে ঘটনার মূলহোতা বহুরুপি খোকন বলে নিশ্চিত হওয়া গিয়েছে । তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।