এস এইচ টিটু : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানাধীন নছরতপূর গেইট নামক স্থানে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় আজিজ মিয়া (৫৫)নামে এক পথচারী গুরুতর আহত হয়।
শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
আহত আব্দুল আজিজ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপির দরিয়াপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার ছিল বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,পথচারী আজিজ মিয়া ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী মাইক্রোবাসটি ধাক্কা দেয় এতে গুরুতর আহত হয়।
এসময় মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে গেলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত আজিজকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।