চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ (২৫-২৭শে ফেব্র“য়ারী) ২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ- ২০১৭ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত
ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ মোঃ আলী আকবর,মোঃ বদিউজ্জামান, সাবেক মেম্বার খুর্শেদ আলী, পোল্ট্রি খামারী ও ডেইরী খামারীগণ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া, সাংবাদিক এম.এ আউয়াল সহ প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীরা উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতি ও প্রধান অতিথি পোল্ট্রি খামারী, ডেইরী খামারীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ খামারী হিসেবে মোঃ ফরহাদ তরফদার,
মোঃ হাবিবুর রহমান, হাজী মোঃ রুশন আলীকে ক্রেস্ট প্রদান করেন।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ এ রানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো হয় এবং এম.এ হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোগাউড়া ও দেওরগাছ
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্রি প্রাণিসম্পদ সেবা ক্যাম্প ও গবাদিপশুকে টিকা প্রদান করা হয়।