বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও মিড ডে মিল লাঞ্চ বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ৮০জন শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল লাঞ্চ বক্স বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো হসিবুল ইসলাম, ইউপি সচিব অজিত সরকার, আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতেন্দ্র চন্দ্র দাস, সাংবাদিক এসএম সুরুজ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হরেকৃষ্ণ সরকার, ইউপি সদস্যা আমেনা খাতুন, ইউপি সদস্য লাল চাঁন দাস, সাবেক মেম্বার ক্ষিতিশ সরকার, নিশি কান্ত সরকার, গুনেন্দ্র সরকার, সরকারি তানজিনা বর্ণা, নামি আক্তার, লাভলী আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ইউএনও বলেন, মায়ের সচেতন থাকলে সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করা সম্ভব। তাই শিক্ষার্থীদের মায়েরা সব সময় সন্তান প্রতি নজর রাখতে হবে।
উল্লেখ্য, সুবিদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলজিএসপি-২ প্রকল্পের অর্থায়নে মিড ডে মিল লাঞ্চ বক্স বিতরণ করা হয়।