মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে মায়েদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার পিয়াইম নাছির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মায়েদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজবা উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আজিজ।
প্রধান শিক্ষক মোস্তফা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি অলিদ মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা, ইউপি সদস্য আবিদ মিয়া, ইউপি সদস্য মহিলা মনোয়ারা বেগম প্রমুখ।