স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর গেইট সংলগ্ন একটি সমিল থেকে প্রায় ৫০ টি রাবার গাছ আটক করেছে শাহজীবাজার রাবার বাগানের কর্মকর্তারা।
বুধবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজীবাজার রাবার বাগানের সহ ব্যবস্থাপক মাঠ,ফিল্ড অফিসার এবং কয়েকজন শ্রমিক নেতার সহযোগীতায় এসব গাছ আটক করা হয়।
জানা যায়,সরকারীভাবে রাবার গাছ কেটে সমিলে ছিড়ানো নিষিদ্ধ থাকলেও দিনের বেলায় সমিলে কিভাবে ছিড়ানো হল।
এ বিষয়ে সমিলের কর্মচারীর সঙ্গে আলাপ করলে তিনি জানান- আমি এই রাবার গাছগুলো চুনারুঘাট রানিগাঁও থেকে কিনে এনেছি।যখন শাহজীবাজার রাবার বাগানের ব্যবস্থাপক মাঠ এবং ফিল্ড অফিসার জানতে চেয়েছেন কি প্রমান আছে গাছ কিনার তখন সমিল মালিক বললেন আমার কাছে কাগজ আছে কিন্তু রাত ৮টা প্রযন্ত কোন কাগজ দেখাতে পারেননি।
খোঁজ নিয়ে জানাযায়, শায়েস্তাগঞ্জ থানাধীন কয়েকটা সমিলে একটি সুযোগ সন্ধানী চক্রের অপতৎপরতায় প্রতিনিয়ত বনের কাঠ ছিরাই হওয়ায় বন সম্পদ উজাড় হচ্ছে।
এমন কি উক্ত সমিলগুলোতে প্রতিদিন বনের কাঠ ছিরাই হচ্ছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।
প্রশাসনিক নজরদারীর অভাবে সমিল পরিচালনাকারীরা দিন দিন আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে।