মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ আল আমিন মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার হবিবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইয়াবা ব্যবসায়ী বি বাড়িয়া জেলার বিজয়নগর এলাকার বাসিন্দা।
মাধবপুর থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই এমরান হোসেনের নেতৃত্বে এএসআই আলমগীর হোসেন ও এএসআই নিরঞ্জন এ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করেন।
এদিকে এসআই মাসুম মনতলা থেকে ৩ কেজি গাঁজা, ১৯ হুইস্কি সহ বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার মাহফুজ মিয়ার ছেলে সোলেমান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।