মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী বাজার এলাকা থেকে কামাল হোসেন (৩৫) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) রাত ৯ টায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল ছামাদের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম এবং এএসআই মাহবুবুল আলম-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
২০০৮ সালে মাধবপুর থানার একটি মাদক মামলায় হবিগঞ্জ আদালতে যাবজ্জীবন সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন।