চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে মাসুক মিয়া (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।সে উপজেলার পানচুরি আবাসন প্রকল্পের বাসিন্দা মতিন মিয়ার ছেলে।
জানাযায়,বুধবার (১২ এপ্রিল) সন্ধার দিকে মাসুক বিষপান করে চটপট শুরু করে। পরে বিষয়টি পরিবারের লোকজন আচ করতে পেরে তাকে হবিগঞ্জ সদর নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর পরপর আত্মীয়-স্বজনরা লাশ হাসপাতালে রেখে চলে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ হাসপাতাল ছুটে আসেন। বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।