চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
নেশা দ্রব্য মাদক মানুষের জীবনকে ধ্বংশ করে দেয়। প্রত্যেক পরিবারের অভিভাবকরা তাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে। লেখাপড়া ছাড়া অবসর সময় সে কোথায় কাটায়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মরন নেশা মাদককে না বলতে হবে।
মাদক ব্যবসায়ী যেই হোক তার তথ্য আইন শৃংখলা বাহিনীর কাছে পৌছাতে এবং মাদক প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে ৪৬ বর্ডার গার্ড (শ্রীমঙ্গল) এর সিও লেঃ কর্নেল নাছির উদ্দিন সীমান্ত এলাকায় গন সচেতনতামূলক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
৪৬ বর্ডার গার্ড আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ মাশহুদুল কবীর।
এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, শামছুন্নাহার চৌধুরী, পৌরঃ মেয়র নাজিম উদ্দিন শামছু , অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী , মাদক নিয়ন্ত্রন অফিসার ফনীভূষন রায় , চুনারুঘাট রির্পোর্টাস ইউনিটির সহ সভাপতি মোঃ হাসান আলী, দুপ্রকের শাহ আহমেদ আলী প্রমূখ।