রাজীব দেব রায় রাজু, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জে জেলা বিএনপির সভাপতি সায়হাম গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ ফয়সলের গ্রামের বাড়িতে ককটেল হামলা করেছে দূর্বত্তরা। গত বুধবার রাত ৮ টার দিকে মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইন শৃঙ্গলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সায়হাম গ্র“পের প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা মোঃ মোক্তাকিন চৌধুরী বুধবার রাতেই থানায় একটি জিডি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, ওইদিন রাত ৮ টার দিকে মোটর সাইকেল আরোহী কয়েকজন দূর্বত্ত জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ ফয়সলের বাসার বাউন্ডারির ভিতর পর পর দুটি ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে দুটি ককটেলের বিষ্কোরন ঘটে। এ সময় বাড়ির লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদ উল্লা পিপিএম ও থানার এসআই শামস্-ই-তাব্রীজ ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।