মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজ মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ এপ্রিল) বিকাল ৪টার দিকে ধর্মঘর ইউনিয়নের কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সিরাজ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের এনু মিয়ার ছেলে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সুত্রে খবর পেয়ে থানার উপ- পরিদর্শক (এসআই) আবুল কাশেম এবং এএসআই মাহবুবুল আলম এর যৌথ নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। ২০১১ সালে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার একটি মাদক মামলায় হবিগঞ্জ আদালতে ২ বছরের সাজা হবার পর থেকে সে পলাতক ছিল।