চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইনিয়নের গাভীগাঁও গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র আব্দুর রউফ (১৫) কে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ছুরিকাঘাত করে গুরুতর আহত।
জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে গাভীগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত আব্দুর রউফের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, আব্দুর রউফ চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। সে প্রাইভেট পড়া থেকে বাড়ী ফেরার পথে তার বসত বাড়ীর রাস্তার দক্ষিণ দিকে আব্দুর রউফকে একা পেয়ে তার আপন চাচা রজব আলী তার হাতে থাকা ছুরি দিয়ে আব্দুর রউফের বাম হাতে ছুরিকাঘাত করে। এসময় আহত আব্দুর রউফের আত্মচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসলে তার চাচা পালিয়ে যায়। আব্দুর রউফের বড় বোন আম্বিয়া খাতুন হাসপাতালে ভর্তি করে।
একই গ্রামের মিয়াধন উল্লার পুত্র রজব আলী (৪৫) দীর্ঘদিন যাবৎ ধরে জমি সংক্রান্ত বিরোধের মামলা মোকদ্দমা আব্দুর রউফের পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরধরে রবিবার বিকেল ৪টার দিকে স্কুল ছাত্র আব্দুর রউফকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
এ ব্যাপারে আব্দুর রউফের বড় বোন আম্বিয়া খাতুন বাদী হয়ে চাচা রজব আলীকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।