শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়ার উপর হামলার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক মেয়রকে আসামী করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টায় পৌর মেয়র মোঃ ছালেক মিয়া বাদী হয়ে সাবেক মেয়র ফরিদ আহমেদ অলিসহ তিন জনকে আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে বুধবার দুপুরে ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন তালুকদার জনি পৌরসভা কার্যালয়ে মেয়র ছালেক মিয়ার উপর হামলা করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জনিকে আটক করে।
মামলার অন্য আসামীরা হলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল ও ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন তালুকদার জনি।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। পৌর মেয়রের নিরাপত্তায় পুলিশ সতর্ক রয়েছে।