এই সেই বহুল আলোচিত ও প্রতিক্ষিত রাস্তা। যুগের পর যুগ গত হয়ে যাওয়া প্রতিক্ষার অবশেষে প্রায় ২/৩ মাস পূর্বে রাস্তা নির্মাণের কাজ অনুমোদন হয়।
কিন্তু অনুমোদন হওয়া সত্তেও বর্তমানে সুতাং ষ্টেশন রাস্তাটি এ অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর প্রশ্ন, রাস্তার কাজ কখন- কবে শুরু হবে? নাকি আরো প্রতিক্ষার অপেক্ষার দিন, মাস, বছর, যুগ গুণতে হবে? ………..সৈয়দ শাহান শাহ্ পীর।