হবিগঞ্জ: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সিলেট বিভাগের ৪টি জেলার মধ্যে হবিগঞ্জ জেলা গতবার ২য় স্থান থাকলেও এবার পাশের হারের দিক দিয়ে ৪র্থ স্থানে রয়েছে। জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৩৯২জন পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯ জন পরীক্ষার্থী।
এবার হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ২৪৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ২৪১ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। স্কুলটির পাশের হার ৯৮.৭৭%। স্কুলটির মধ্যে জেলার সর্বোচ্চ জিপিএ ৫ এসেছে মোট ১০১টি। বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২৬৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। জিপিএ ৫ এর দিক থেকে স্কুলটি জেলার ২য় সর্বোচ্চ মোট ৬০টি জিপিএ ৫ অর্জন করে। স্কুলটির পাশের হার ৯৮.৮৮ ভাগ।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এ বছর হবিগঞ্জ জেলার ৮ উপজেলায় ১৫১টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ১৮ হাজার ৩ শত ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পরীক্ষায় কৃতকার্য হন ১৩ হাজার ৯ শত ৯৯ জন। পাশের হার শতকরা ৭৬.৩৩ ভাগ। কৃতকার্যদের মধ্যে এসএসসিতে ৩শত ৯২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করেন। দাখিল পরীক্ষায় ৮টি উপজেলায় ৬১টি মাদ্রাসা থেকে মোট ২ হাজার ৮শত ৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পরীক্ষায় কৃতকার্য হন ২ হাজার ২শত ৪৮ জন পরীক্ষার্থী। পাশের হার শতকরা ৮০.১৭ ভাগ। কৃতকার্যদের মধ্যে ২৯ জন জিপিএ-৫ পেয়েছে।
হবিগঞ্জ সদর:– হবিগঞ্জ সদর উপজেলায় ২৫টি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ৬শত ৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩ হাজার ৯৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৮৪.০৬ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন। ১০টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৪৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪৩৬ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৯৪.৫৮ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২২ জন পরীক্ষার্থী। লাখাই ঃ- লাখাই উপজেলায় ১১টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে কৃতকার্য হন ৮ শত ৮ জন। পাশের হার শতকরা ৭৪.১০ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন পরীক্ষার্থী। ২টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ১২৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৭৮ জন কৃতকার্য হন। পাশের হার শতকরা ৬৩.৪১ ভাগ। কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
চুনারুঘাটঃ-চুনারুঘাট উপজেলায় ২৪টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৫শত ৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৯শত ৭২ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৭৭.৭০ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন পরীক্ষার্থী। ১৭টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৭শত ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৬শত ১১ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৭৭.৭৩ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন পরীক্ষার্থী।
মাধবপুর:- মাধবপুর উপজেলায় ২৫টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২ হাজার ১শত ৭৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৭০.১৭ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৭ জন পরীক্ষার্থী। ৫টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ২শত ২১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২শত ৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৯৪.১২ ভাগ। কৃতকার্যদের মধ্যে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
বাহুবল:- বাহুবল উপজেলায় ১৩টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৩ শত ৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৯শত ৬৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৭০.০০ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন পরীক্ষার্থী। ৬টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ২শত ৮৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১শত ৯৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৬৭.৯৬ ভাগ। কৃতকার্যদের মধ্যে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
নবীগঞ্জ:- নবীগঞ্জ উপজেলায় ১৮টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৮ শত ৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২ হাজার ২শত ৭৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৭৮.৯৭ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন পরীক্ষার্থী। ১৪টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৬শত ৭৭ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৫শত ২৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৭৮.০০ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন পরীক্ষার্থী।
বানিয়াচং:-বানিয়াচং উপজেলায় ২৬টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৮ শত ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২ হাজার ১শত ৬৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৭৬.৫১ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ জন পরীক্ষার্থী। ৬টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ২শত ৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১শত ৫৩ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৭৪.২৭ ভাগ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন পরীক্ষার্থী।
আজমিরীগঞ্জ:- আজমিরীগঞ্জ উপজেলায় ৯টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ৮ শত ৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২ হাজার ৫শত ৪৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৬৪.৯৭ ভাগ। কৃতকার্যদের মধ্যে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। ১টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৪১ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পাশের হার শতকরা ৮৯.১৩ ভাগ। কৃতকার্যদের মধ্যে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।