মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাটে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার অস্থির করতে সচেষ্ট হচ্ছেন অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা।
চাল, আটা, ময়দা, পেয়াজ ও তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্থিতিশীল থাকলেও সবজি বাজারে সিন্ডিকেট। উপজেলায় আড়ৎদার ও এক শ্রেণীর অসাধু খুচরা বিক্রেতারা মিলে সিন্ডিকেট করে এসব দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে বলে জানা গেছে।
শনিবার চুনারুঘাট পৌরশহর হাটবাজারসহ উপজেরার বিভিন্ন হাটবাজার গুলোতে ঘুরে দেখা যায়, চালের দাম প্রতি কেজিতে বেড়েছে ৩-৪টাকা। চাল প্রতি কেজি মোটা ৩০-৪২ টাকা, মিনিক্যাট-৫৫-৫৮টাকা, সোয়াবিন তেল প্রতি লিটার ১০৫-১১০ টাকা, পাম ওয়েল ৮০-৮৫ টাকা, পিয়াজ ২০-২৫ টাকা, রসুন ১৬০-২০০ টাকা দরে বিক্রি করছেন।
মাছের বাজারে রুই মাছ মাঝারী ১৮০-২০০ টাকা, বোয়াল মাছ মাঝারী ৫০০-৬০০ টাকা, শিং মাছ দেশি ৪০০-৬০০ টাকা দরে ব্যবসায়ীরা বিক্রি করতে দেখা গেছে।
বিশেষ করে সোমবার সবজির বাজারে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করায় গ্রামগঞ্জের কৃষকেরা পাইকারদের কাছে সবজি বিক্রি করতে এসে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে গ্রামগঞ্জের কৃষকদের কাছ থেকে আড়ৎদার ও খুচরা বিক্রেতারা প্রতি কেজি লতা কিনেছেন ২০ থেকে ২২টাকা দরে, বিক্রি করছেন লতা ৪০-৪৫ টাকায়। বেগুন প্রতি কেজি ২৫ থেকে ৩০টাকা দরে কিনছেন, বিক্রি করছেন বেগুন ৪০–৪৫ টাকায়, টমেটো প্রতি কেজি ৩০টাকা দরে কিনছেন, বিক্রি করছেন টমেটো-৪০-৪৫ টাকায়, কাচাঁমরিচ প্রতি কেজি ৩০-৪০ দরে কিনছেন, বিক্রি করছেন কাচাঁমরিচ-৬০-৬৫ টাকায়, লুইভা প্রতি কেজি ৩০-৪০ দরে কিনছেন, বিক্রি করছেন ৬৫-৭০ টাকায়, করলা প্রতি কেজি ৩০- ৪০ দরে কিনছেন, বিক্রি করছেন ৬৫-৭০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৩০-৪০ দরে কিনছেন, বিক্রি করছেন ৬৫-৭০ টাকায়, বরবর্টি প্রতি কেজি ৩০-৪০ দরে কিনছেন, বিক্রি করছেন ৬৫-৭০ টাকায়, শসা প্রতি কেজি ৩০-৪০ দরে কিনছেন, বিক্রি করছেন ৫০-৬০ টাকায়, ঢেড়স প্রতি কেজি ৩০-৪০ দরে কিনছেন, বিক্রি করছেন ৫০- ৬৫ টাকায়, কাইটা প্রতি কেজি ৩০-৪০ দরে কিনছেন, বিক্রি করছেন৫০- ৬৫ টাকায়, মুলা প্রতি কেজি ৩০-৩৫ দরে কিনছেন, বিক্রি করছেন ৫০- ৫৫ টাকায় বিক্রি করেছেন। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার অস্থির করে তুলেছেন এসব অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা। যার কারণে ভোগান্তির শিকার সাধারণ কৃষকেরা ও ক্রেতারা।
রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চুনারুঘাট উপজেলা প্রশাসনের সুদৃষ্টি নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা জানিয়েছেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা প্রশাসন গ্রহণ করছেন বিভিন্ন পদক্ষেপ।