নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় প্রদীপ ভৌমিক (৩৫) নামের এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত প্রদীপ উপেজলার তেলিয়াপাড়া এলাকার সবুজ ভৌমিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কাঠাল গাছের সাথে চা শ্রমিকের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফখরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।