চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জিআর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালা মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকাল ৫টার দিকে তার বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার দক্ষিণ রাণীগাঁও গ্রামের আব্দুল হকের ছেলে।
চুনারুঘাট থানার এএসআই আলমাছের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর ১৬৬/০৮ এর মামলার পলাতক ওয়ারেন্টের ৪ মাসের সাজাপ্রাপ্ত আসামী ছিল। সে দীর্ঘদিন যাবৎ ধরে পুলিশের চোখে ফাকি দিয়ে আত্মগোপন করে প্রবাসে রয়েছিল। পরে থাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।