হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় আউলিয়া বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছে। সে ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে।
গতকাল রোববার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে আউলিয়া বেগম বাড়ি থেকে ঢাকার উদ্যোশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে একই এলাকায় রাস্তার পাশে সে দাড়িয়ে থাকলে একটি মোটর সাইকেল থাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীনঅবস্থায় সে মারা যায়।