বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের ঐতিহ্যবাহি মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ও আজ শনিবার পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি টানা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খেলা-ধুলা ও ২১ ফেব্রুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুলের রেক্টর অধ্যাপক ছাদিকুর রহমানের তত্তাবধানে ও অধ্যক্ষ তাজুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকার সতস্ফুর্ত পরিচালনায় দুই দিন ব্যাপী চলা এ অনুষ্ঠান উৎসবে পরিণত হয়।
বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।
স্কুলের শিক্ষা উপদেষ্ঠা, ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আরজু মিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।