চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ গোছাপাড়া মোজার তিনটি সরকারি শশ্বান কেটে ফসলি মাঠ বানিয়ে চাষাবাদ করছে দখলবাজরা।
কয়েক বছর আগেও যে শশ্বান গুলোতে এলাকাবাসী গৃহপালিত পশু-পাখির মরদেহ পুঁতে রাখত সেগুলো দখলবাজদের দখলে চলে যাওয়ায় পশু-পাখির মরদেহ নিয়ে ভোগান্ততিতে পড়তে হচ্ছে এলাকার সর্ব সাধারণের।
নিজস্ব শশ্বান না থাকা সনাতন ধর্মালম্বীদের লাশের শেষ কৃত্য সম্পাদন করতে হাঁটতে হচ্ছে পারিবারিক শশ্বান মালিকদের কাছে। দখলবাজদের ভয়ে কেউ মূখ খোলারও সুযোগ পাচ্ছে না।
সকলেই তাকিয়ে আছে প্রশাসনের দিকে।
সরেজমিনে দেখা যায় ইউনিয়ন বিশগাঁও ভূমি অফিসের ১ নং খাস খতিয়ানে রেকর্ড ভূক্ত গোছাপাড়া গ্রামস্থ চুনারুঘাট-বাল্লা সড়কের পশ্চিমে ও শুকদেবপুর-আমুরোড সড়কের পূর্বে অবস্থিত মোজার ৭১৩ নং দাগের ৩২ শতাংশের একটি বৃহৎ শশ্বানের বড়জোড় ৫ শতাংশ জমি বেদখলে আছে বাকী গুলো সরকারি রাস্তা সহ কেটে নিজেদের জমির সাথে মিশিয়ে নিয়েছে পাশের জমির মালিকরা।
একই গ্রামস্থ পরিত্যক্ত রেলসড়কের পশ্চিম পাশে অবস্থিত ১০৫ নং দাগের এক শতক জমির শশ্বানের অস্থিত্বটি টিকে আছে দুই-আড়াই হাতের একটি মাটির টিবি হয়ে। বাদ বাকীটা চলে গেছে পাশের জমির মালিকের ফসলি মাঠের মধ্যে। মোজার পশ্চিমে সুতাং ছড়ার নিকটস্থ ১৫৫ দাগের বিশ শতাংশের বিরাট শশ্বানটিও অস্থিত্ব বিহীন হয়ে গেছে দখলবাজদের কবলে পড়ে।