হীরেশ ভট্টাচার্য্য হিরোঃ চা বাগান এলাকা। বিদ্যুতের খুঁটি গাছপালা ও বাশঁঝারের কারণে চা বাগান এলাকায় বিদ্যুৎ বিরাট সমস্যা। চা বাগান এলাকায় শুধু চা বাগান ফ্যাক্টরী ও বাবু সাহেবের বাংলো বাসা বাড়ীতে বিদ্যুৎ রয়েছে।
কিন্তু শ্রমিকের ঘরে কোনো বিদ্যুতের আলো নেই। কেরোসিনের প্রদীপ দিয়ে শ্রমিকরা অন্ধকার দূর করে জীবন যাপন করতেন। কিন্তু সৌর বিদ্যুতের আলোতে চা শ্রমিকের প্রতিটি ঘর প্রায় এখন আলোকিত। বিদ্যুৎ ব্যবহার করে শ্রমিক সন্তানরা বিদ্যুতের আলোতে লেখাপড়া ও বৈদ্যুতিক পাখা টিভি দেখা ও মোবাইল ফোন চার্জ করতে পারছেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, সুরমা, জগদীশপুর, বৈকুন্ঠপুর, নোয়াপাড়া, ও সাতছড়ি চা বাগান এলাকায় শত শত শ্রমিকের ঘরের ছালে দেখা মেলে সৌর বিদ্যুতের প্যানেল।
চা বাগানের লোকজন বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিস্তির মাধ্যমে এসব সৌর বিদ্যুৎ প্যানেল কিনছেন। তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক সুবল ভোমিজ বলেন, চা বাগান এলাকায় শ্রমিকের ঘরে বিদ্যুৎ দেওয়া বাগানবাসীর দীর্ঘদিনের দাবী ছিল। কিন্তু কারখানার আস পাশ এলাকায় কিছু ঘরে বিদ্যুৎ থাকলেও বৃটিশ আমল থেকে অদ্যবধি পর্যন্ত শ্রমিক এলাকায় কোনো বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নেওয়া হয়নি।
বর্তমানে চা বাগানের ঘরে শ্রমিকদের নিজস্ব খরচে সৌর বিদ্যুৎ কেনায় বিদ্যুতের চাহিদা পুরন হচ্ছে। তেলিয়াপাড়া চা বাগানের ১৬ নং বস্তির সুমন সাওতাল জানান, সৌর বিদ্যুৎ ব্যবহারে মাস শেষে বিদ্যুৎ বিলের কোনো চিন্তা নেই। তাই বাগান এলাকায় একটু স্বচ্ছল পরিবার সবাই এখন সৌর বিদ্যুৎ ব্যবহারে ঝুকে পড়েছে।
তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক এমদাদুল হক মিঠু বলেন, সরকার বিদ্যুৎ খাতে বিপুল পরিমান টাকা ভূতর্কী দিয়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়। কিন্তু সৌর বিদ্যুতে যদি সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সেবা পৌঁেছ দিত এতে সরকার ও জনগণ খুবই লাভবান হতো। চা বাগান এলাকায় সৌর বিদ্যুৎ ব্যবহারে শ্রমিকরা এখন আগ্রহী হয়ে উঠছে।
মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন, মাধবপুর ৬টি চা বাগানে কয়েক হাজার চা শ্রমিক পরিবার রয়েছে। তাদের বাড়িতে সরকারীভাবে বিদ্যুৎ পৌঁছানো চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। সৌর বিদ্যুৎ প্রযুক্তিকে আরো উন্নতর করে সরকারী ভাবে শ্রমিকদের ঘরে ঘরে সৌর বিদ্যুৎ সরবরাহ করলে শ্রমিকরা আরো লাভবান হবে।