খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নব-নির্বাচিত সভাপতি আঃ রশিদ মাষ্টারকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদে স্থানীয় আওয়ামী যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধন শেষে আলোচনা সভায় সাটিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম পন্ডিতের সভাপতিত্বে ও যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান ও উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সমিতির সভাপতি আঃ রশিদ।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা তাতীলীগ আহবায়ক কবির মিয়া খন্দকার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি এম এ শহিদ, সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মতিউর রহমান, শ্রমিকলীগ সভাপতি হাজী আঃ শহিদ, সেক্রেটারী শামছুল হক, সেচ্ছাসেবক লীগ সভাপতি জহুর আলী মেম্বার, সেক্রেটারী দুলাল মিয়া, ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান, যুগ্ন-সম্পাদক সাহেদ মিয়া প্রমুখ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন তাতীলীগের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সেলিম খাঁনকে সভাপতি, রাসেল আহমেদ কে সাধারণ সম্পাদক ও সালমান আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।