স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। গতকাল রোববার বিকালে হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়।
এ সময় বিপুল সংখ্যক পুলিশ মিছিলের গতিরোধ করে ব্যারিকেট দেয়। এ সময় পুলিশের ব্যারিকেট ভেঙ্গে মিছিলটি থানামোড় হয়ে শায়েস্তানগর পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে তল্লাশীর নামে প্রতিহিংসার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে তা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। এসব নাটক বন্ধ করুন। অন্যতায় দেশের জনগণকে সাথে বিএনপি সমুচিত জবাব দিবে।
সমাবেশে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী ও হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর থানা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা কৃষকদলের সহ সভাপতি আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, মতুর্জা আহমেদ রিপন, জেলা জাসাসের সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা যুবদল নেতা মহিবুর রহমান টিপু, মতিউর রহমান মতি, সদর থানা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি আরিফে রাব্বানী টিটু, মুখলিছুর রহমান ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ও মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা শ্রমিকদল নেতা সোহেল এ চৌধুরী, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, জেলা মৎস্যজীবিদলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, শাহ ফারুক, মিজানুর রহমান সুমন,কৃষকদল নেতা অলিউর রহমান, সিরাজুল ইসলাম, আবু ছালেক, আশরাফুল আলম সবুজ, মাসুদুর রহমান মাসুক, জামাল উদ্দিন, কাওছার আহমেদ এমরান, সুকুর আলী, আমিনুল রশিদ আনসারী, আব্দুল কাইয়ুম, জয়নাল আবেদীন, কামরুল হাসান কাজল, শফিকুল ইসলাম সফিক, ছাদির মিয়া, তাজুল ইসলাম, মোবারক মিয়া, আব্দুল হান্নান,হাজ্বী মতিন, ফারুক মেম্বার, শাহ নেওয়াজ মেম্বার, মো: আক্তার অালী, মো: রিপন মিয়া, আরিফ হোসেন খোকন, শামিম আহমেদ নাসির প্রমুখ।