হাফিজুর রহমান আবু হানিফা : সুুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর-জয়নগর-নোয়াগাঁও-কান্দাগাঁও সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নোয়াগাও কান্দাগাও ২.৫০ কিঃ মিঃ – ২ কোটি ২১ লাখ টাকার গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের ভিক্তি প্রস্তর স্থাপন করেছেন ভিত্তি প্রস্থর স্থাপন করেন, এ উপলক্ষে রবিবার বিকালে কাঠইর ইউনিয়নের কামালবাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজুলুর রহমান মিসবাহ।
হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থপনা ও জীবন মান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ও জাইকা’র সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
জাতীয় পার্টি নেতা সাজ্জাদ হোসেনের সঞ্চালনায়, মাষ্টার রফিকুল ইসলামের সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন, আব্দুল মোসাব্বির, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, ৪নং ওয়ার্ড সদস্য মালদার আলী, সদর উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মেনর, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু, সাজিদুর রহমান, জয়নাল আবেদীন বাকশাল, মো. নজিবুল রহমান, মো. আকবর খাঁন, মাসুম আহমদ, রুহুল আমিন, নজরুল ইসলাম, হেলাল আহমদ, ফরিদ আহমদ, প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পীর মিসবাহ বলেন, আমি এই এলাকার সন্তান,এই মাটির সন্তান, আমার তো কোনো সার্থ নেই, আমি উন্নয়নের জন্যেই কাজ করি,এত লম্বা রাস্তার কাজ কেউ দিতে চায় না, এই কাজ আনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, বার বার বরাদ্দ আনা যাবেনা, কাজেই এই কাজটির মান যেন ভাল ও মজবুত হয় তাই সকলেই পাহারাদের ভৃমিকা পালন করতে হবে।
এবং এটা কোনো জাতীয় পার্টির সড়ক নয় কোনো বিএনপির সড়ক নয় কোনো আওয়ামিলীগের সড়ক নয় এটা সকলের সড়ক, তাই সবাইকে একসাথে চলতে হবে, আমার নির্বাচনী এলাকা আগে অবহেলিত ছিল। কিন্তু এই এলাকায় এখন উন্নয়নের জোয়ার বইছে।
স্বাগত বক্তব্যে জয়নাল আবেদিন বাকশাল ও সভাপতি মাষ্টার রফিকুল ইসলাম দুজনে একি বক্তব্য দেন,তারা মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলেন সরকার সব জায়গায় অনুদান দিয়েছে, আমাদের ইউনিয়নে তিনটি ধর্মীয় প্রতিষ্ঠান আছে জামেয়া শাখাইতি ও জামেয়া উলুতুলু মহিলা মাদরাসা, এই প্রতিষ্ঠান গুলো জনগনের অর্থায়নেই চলে, কিন্তু এবৎসর আমরা জনগনই ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা মাননীয় এমপি মহোদয়কে আবদার করবো আমাদের এ প্রতিষ্ঠান গুলোকে যেন বড় অংকের কোনো অনুদান দেওয়া হয়।