নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মাধবপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্যেশ্যাল মার্কেটিং অব সেইভ এর উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
সোশ্যাল মার্কেটিং অব সেইভ এর মার্কেটিং অফিসার আবু আজম নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,সমবায় কর্মকর্তা তাপস কান্তি বড়–য়া, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান , মহিলা বিষয়ক কর্মকতা জান্নাত সুলতানা, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ অলিদ মিয়া, সাংবাদিক কেএম সামসুল হক, রাজীব দেব রায় রাজু, অধ্যক্ষ জাহির উদ্দিন, শিক্ষক মুসা মিয়া, ফয়জুর রহমান , ইউপি সদস্য সাইমন মুরমো, বিষ্ণু দেব নাথ, শেফালি মুন্ডা, বিউটি কৈরী, মালেকা আজিজ, মহিলা উদ্যোক্তা প্রতিমা অন্তরায়, শিল্পি আচার্যী প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন , ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে পাঁচ লক্ষ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। সম্পূর্ন সরকারি খরচে এ প্রশিক্ষন দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে ৭০ শতাংশের চাকরির সুযোগ রাখা হয়েছে।
কর্মক্ষেত্রে নারীর অংশ গ্রহন বৃদ্ধি করার জন্য প্রশিক্ষন কার্যক্রমে কমপক্ষে ৩০% নারীর অংশগ্রহন নিশ্চিত করা হচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষ যেমন ক্ষুদ্র নৃ গোষ্ঠি ,চর ও হাওরসহ দূর্গম এলাকার অধিবাসী, বিলুপ্ত ছিট মহলের বাসিন্দা ও প্রতিবন্ধি জনগোষ্ঠির কমপক্ষে এক লক্ষ্য জনকে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষন ও কর্মসংস্থানে সহায়তা করা হবে। প্রশিক্ষন চলাকালে এ জনগোষ্টিকে প্রশিক্ষন ভাতার পাশাপাশি বিশেষ বৃত্তি দেওয়া হচ্ছে।