আবুল হাসান ফায়েজ, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে কমলানগর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠেছে প্রেমিকা।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এ দৃশ্য দেখতে গ্রামের লোকজন প্রেমিকের বাড়িতে ভিড় জমায়।
জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের বাসিন্দা মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের কর্মচারি সিরাজ উদ্দিনের মেয়ে চৌমুহনী স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী নাহিদা আক্তারের সঙ্গে একই গ্রামের জুর মিয়ার ছেলে একই ক্লাসের ছাত্র শিমুলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর তারা প্রায়ই গোপনে দেখা স্বাক্ষাত করত।
মঙ্গলবার সকালে নাহিদা প্রেমের স্বীকৃতি পেতে ও শিমুল কে বিয়ে করার দাবিতে শিমুলের বাড়িতে গিয়ে উঠে। নাহিদা জানান, শিমুল কে ছাড়া সে বাচতে না। শিমুলের চাচি রং মালা জানান, শিমুল বাড়িতে নেই। মেয়েটি অপ্রাপ্ত বয়স্ক। এই অবস্থায় আমরা কি করব বুজতে পারছি না। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অনশন চলছিল।
থানার পরিদর্শক(তদন্ত)সাজেদুল ইসলাম পলাশ জানান, ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।