নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০১৭ সালে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জি.পি.এ ৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শায়েস্তাগঞ্জ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাই স্কুলের হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ খুর্শেদ আলী সভাপতিত্বে ও সহ-সভাপতি আ স ম আফজল আলীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওঃ আব্দুস সহিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মুকিত, মোছাঃ আলেয়া বেগম শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরিফ বিল্লাহ, বকুল আক্তার প্রমুুখ।
পরে জিপিএ ৫ প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয় এবং ১২০ জন গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান হয়।