নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দভাঙ্গা নামকস্থানে সিএনজি-টাক্ট্রর মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে চুনারুঘাট উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাটগামী ট্রাক্টর ও শায়েস্তাগঞ্জগামী যাত্রীবাহী সিএনজি চান্দভাঙ্গা নামকস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহিলাসহ সিএনজির পাঁচ যাত্রী আহত হন।