নিজস্ব প্রতিবেদক ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ৩ ঘন্টা যাত্রা বিলম্ব হয়েছে। পরে অন্য একটি ইঞ্জিনের সহযোগীতায় ট্রেনটি ছেড়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুর ২ টার দিকে সিলেটের উদ্দ্যেশে ট্রেনটি শায়েস্তাগঞ্জ ছাড়ে। এর আগে সকাল ১১ টার দিকে ট্রেনটি শায়েস্তাগঞ্জে যাত্রাবিরতী কালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
এতে অনেক যাত্রী ট্রেনের বিলম্ব দেখে সড়ক পথে যাত্রা করে গন্তব্যে যায়। শায়েস্তাগঞ্জ রেল জংশন মাস্টার মো.জাহাঙ্গীর আলম জানান, পারাবত ট্রেনটি যাত্রাবিরতীকালে ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টার পরও সচল না হওয়ায় আখাউড়া থেকে এনে আরেকটি ইঞ্জিনের সহযোগীতায় ট্রেনটি সিলেট ছেড়ে যায়।