চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা বৈরাগী টিলা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র ফজল মিয়া (৪৫) কে পূর্ব বিরোধের জেরধরে ছোট ভাইয়ের দায়ের কুপে গুরুতর আহত হয়েছে।
জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে ফজল মিয়ার নিজ বসত বাড়ীর রাস্তার পাশে এ ঘটনাটি ঘটে। আহত ফজল মিয়ার আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসীরা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ফজল মিয়া জানায়, তার ছোট ভাই পূর্ব বিরোধের জেরধরে বড় ভাই ফজল মিয়ার অর্ধ শতাধিক বরবটি সবজি গাছ কর্তন করে ফেলে দিয়েছে। এ বিষয়টি দেখে ফজল মিয়ার স্ত্রী শিল্পী আক্তার এগিয়ে এসে তার দেবরকে বাধা দিলে এ সময় ক্ষিপ্ত হয়ে তার বড় ভাই ফজল মিয়াকে দা দিয়ে মাথায় ক্ষত বিক্ষত করে পালিয়ে যায়।
এ ব্যাপারে ফজল মিয়ার স্ত্রী শিল্পী আক্তার দেবর আক্তার মিয়া (৩০) কে আসামী করে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। চুনারুঘাট থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, আক্তার মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অনেক বন মামলা রয়েছে।