নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে আকস্মিক ঝড়ও বজ্রপাতে দুই ব্যক্তির করুন মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার চন্দ্রপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে মারবিয়া আক্তার (১২) নামে এক ব্যক্তি ও একই উপজেলার সুনেশ্বর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আজমালাল মিয়া (৮০)।
এলাকাবাসী সুত্রে যানা যায়, গতকাল সকাল ৯টার সময় বুল্লা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মারবিয়া আক্তার পার্শবর্তী পুকুরে গোসল করতে গেলে সেখানেই বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ জ্বলশে যায়। খবর পেয়ে তার আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মারা যায়।
এদিকে তার মৃত্যু খবর চার দিকে ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অন্য দিকে একই সময়ে সুনেশ্বর গ্রামের আজমালাল মিয়া (৮০) গ্রামের দক্ষিণবন্দে জমির ঘাস কাটতে গেলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এছাড়া চন্দ্রপুর গ্রামের জৈনক ব্যক্তির একটি গাভী ঘটনাস্থলেই মারা যাওয়ার খবর পাওয়া গেছে।