নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সুতাং বাজারে সুজনের হাতে জিম্মি হয়ে রয়েছে সংখ্যালঘু পরিবার ও বাজারসহ আশপাশের গ্রামের বাসিন্দারা।সুজনের অত্যাচারে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
জানা যায়, নেশাখোর সুজনের বিরুদ্ধে শ্লীলতাহানি, পথরোধ করে ছিনতাই, চুরি,হামলা, মারধরসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।এমনকি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে একটি সুত্রে জানায়।
এদিকে স্থানীয় সাধারণ জনগণ নেশাখোর সুজনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।প্রশাসন জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় ও ভুক্তভোগী সাধারণ লোকজন এ প্রতিনিধিকে জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সুতাং বাছিরগঞ্জ বাজারে এক অজ্ঞাত পাগল বৃদ্বা(৬০)মহিলা কে নেশাগ্রস্ত হয়ে রড দিয়ে হামলা চালায় এতে অজ্ঞাত পাগল বৃদ্বা মহিলা গুরুত্বর আহত হয়।স্থানীয়রা মহিলা কে উদ্বার করে প্রাথমিক চিকিৎসায় দেয়।
এ ব্যাপারে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।