মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন কলেজের সামনে থেকে শুক্রবার দুপুরে গাঁজাসহ এক পাচারকারী কে গ্রেফতার করেছে পুলিশ।
ওইদিন দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ্দুজামান ও এসআই হেমায়েত গোপন সুত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) কে গ্রেফতার করে। থানার পরিদর্শক(তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন।