হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শানখলা থেকে অচেতন অবস্থায় জালাল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছেন স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা। পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সাড়ে ১০ টায় শায়েস্তাগঞ্জের শানখলা নামক স্থানে অচেতন অবস্থায় জালাল মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখেন স্বাধীন স্বেচ্ছাসেবক সমাজ কল্যান সংস্থার লোকজন। এ সময় তারা অচেতন অবস্থায় জালাল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঠিকানা পাওয়া যায়নি।