হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে পানিতে পড়ে সোহাগ দাস নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শুধাংশ দাসের পুত্র। শরিবার দুপুর ২ টায় এঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল উল্লেখিত সময় ওই গ্রামের শুধাংশ দাসের পুত্র সোহাগ বাড়ির আশে পাশে খেলাধুলা করছি। হঠাৎ করে সে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়।
এক পর্যায়ে সোহাগের পরিবার তাকে খুজতে বেইর হয়ে ওই পুকুরে সোহাগকে ভাসমান অবস্থায় দেখতে পান। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।