ডেস্ক : প্রাণ-আরএফএল গ্রুপের ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন পার্ক এলাকায় এই ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন- পার্কের মহাব্যবস্থাপক হাসান মোঃ মঞ্জুরুল হক। এতে প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, প্রাণ’র ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, আরএফএল’র ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
প্রাণ এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, হবিগঞ্জের মাটির নিচে রয়েছে গ্যাস। যোগাযোগের উন্নত মাধ্যম তৈরী হয়েছে। রয়েছে প্রচুর শ্রমিক।
এসব কাজে লাগিয়ে হবিগঞ্জে একের পর এক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। তিনি বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ অলিপুরে জমি ক্রয় করে বিশাল কারখানা গড়ে তুলে মানসম্মত পণ্য উৎপাদন করছে। পণ্য উৎপাদন কাজে নিয়োজিত হয়ে হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখানে নিরাপত্তার প্রয়োজন রয়েছে। তাই অচিরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করে অলিপুরে পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব। এমপি আবু জাহির বলেন, প্রাণ শুধু পণ্য উৎপাদন করেই চলছে না, তার সাথে সামাজিক কাজেও নিয়োজিত রয়েছে।
ইফতার মাহফিলে সমাজের নানা স্তরের শত শত লোক অংশগ্রহণ করেন। সবমিলিয়ে এ পার্কের পক্ষ থেকে প্রায় ১০ হাজার লোককে ইফতার করানো হয়েছে।