হবিগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিকভাবে বাড়তে শুরু করেছে হবিগঞ্জে খোয়াই নদীর পানি। রোববার (৪ জুন) রাত ১১টায় নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর উজানে ভারত থেকে নেমে আসা ঢলে রোববার সন্ধ্যা থেকে খোয়াই নদীর পানি বাল্লা সীমান্তে বাংলাদেশ অংশে বাড়তে শুরু করে। রাত ৯টায় জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপরে উঠতে শুরু করে। রাত ১১টায় ওই পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
ওই পয়েন্টে পানি উন্নয়ন বোর্ড বিপদসীমা নির্ধারণ করেছে ৯.০৫ মিটার। পানি প্রবাহিত হচ্ছে ১০.০৬ মিটার উপর দিয়ে।
নদীর ভারত অংশ থেকে হঠাৎ সন্ধ্যায় পানি বাড়তে শুরু করায় বাংলাদেশ অংশে নদীর পানি বৃদ্ধি পায় বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহিদুল ইসলাম।
তিনি জানান, এখন হাওরে পানি প্রবেশ করলে কোন সমস্যা নেই। হাওরে এখন ফসল নেই। বরং মাছ ভাল হবে।