মাধবপুর থেকে সংবাদদাতা : মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে সুমন মিয়া (২৩), মৌজপুর গ্রামের সহিদ আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩০) ও মীরনগর গ্রামের ধনু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (২০)। সোমবার ভোররাতে থানার এসআই মমিনুল ইসলাম তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে মাধবপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাই’র মামলা রয়েছে।