চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানদের হাতে ৫টি করে ফ্যান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আকতার, উপজেলা প্রকৌশলী রাসেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান স্বপন, দৈনিক সমকাল চুনারুঘাট প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম, সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, জিলানী আখঞ্জি, উপজেলা চেয়ারম্যানের সিএ মোঃ ওয়াহিদুল ইসলাম সুমনসহ বিভিন্ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ৫ লক্ষ টাকা ব্যয়ে ২৭টি প্রতিষ্ঠানে ১২৯টি সিলিং ফ্যান প্রদান করা হয়।