চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট কাঁচা বাজার থেকে চন্দনা পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসু।
ভিত্তিস্থাপন কালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মাসহুদুল কবির, দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার ।
অন্যান্যের মধ্যে ছিলেন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, পৌর ইনজিনিয়ার আরিফ সারোয়ার বাতেন, পৌর সচিব ইসমাইল মিয়া, কাউন্সিলর আঃ জলিল ,আঃ হান্নান, রহম আলী.আব্দুল হক, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী সাইফুল আলম রুবেল,ঠিকাদার মিজানুর রহমান তালুকদার তাউছ, ফয়ছল চৌধুরী ও খয়ের মিয়া প্রমুখ।
ঠিকাদারী প্রতিষ্টান বিছমিল্লাহ ট্রেডার্স ৩৬ লাখ টাকা ব্যয়ে চুনারুঘাট পৌর সভার অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করছে।