আজিজুল হক নাসিরঃ” গরুর কপালে মেহেদি কেন?” এই প্রশ্নে, ধরা পড়ল চোর। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলা ঐতিহ্যবাহী গরুর বাজার আমুরোডে।
জানা যায়, গতকাল সোমবার এক ব্যক্তি গরু বিক্রী করে ইজাদারের নিকট রশিদ করতে আসলে ইজাদারদের একজন স্বপন আহমেদ গরু বিক্রেতাকে জিজ্ঞাসা করেন, “আপনার গরুর কপালে মেহেদি কেন? এই প্রশ্নের জবাবে গরু বিক্রেতা একেকবার একেক রকম জবাব দেওয়ায় স্বপন আহমেদ তার প্রতি সন্দেহ পোষন করেন এবং ব্যাপারটি স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীকে জানান। বিক্রেতার দেওয়া পরিচয় নিশ্চিত করতে সনজু চৌধুরী ফোন করেন ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে। ফোনে বিক্রেতার দেওয়া নাম ঠিকানার কোন অস্থিত্ব না পেয়ে গরুটিকে ইজাদারদের জিম্মায় রাখার নির্দেশ দেন।
কথামত, গরুটিকে আটক রেখে বিক্রেতাকে উপযুক্ত প্রমাণ নিয়ে আসার জন্য বলেন ইজারাদাররা।
বিক্রেতা প্রমাণ আনতে যাওয়ার পর বেরিয়ে আসে আসল ঘটনা।
গরুটিকে বহনকারী গাড়ির ড্রাইভার বাহুবল উপজেলার সাটিয়াজুরী এলাকায় ( যেখান থেকে বিক্রেতা গরুটি বাজারে নিয়ে আসছিল) গিয়ে ঘটনাটি প্রচার করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই এলাকার লোকজন বিক্রেতাকে বিভিন্ন প্রশ্ন করলে সে কোন সদোত্তর দিতে পারেনি। পরে এলাকাবাসী খবর দেয় গত ১ জুলাইয়ে চুরি হয়ে যাওয়া গরুর মালিক বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আছিম উদ্দিন খাঁনের পুত্র হাজী আলা উদ্দিন খাঁনকে।
খবর পেয়ে তিনি সাটিয়াজুরিতে এসে ওই ড্রাইভারের কাছ থেকে গরুর বর্ণনা জেনে নিশ্চিত হন এটিই তার বেড়া ভেঙ্গে চুরি হয়ে যাওয়া গাভী। এবং ভূঁয়া নাম পরিচয় দেওয়া বিক্রেতার আসল পরিচয় প্রকাশ করেন। জনতা বিক্রেতাকে চোর আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করে।তার নাম সায়েস্তা মিয়া (৩৫)।সে বাহুবল উপজেলার কালা খারৈল গ্রামের আরজু মিয়ার পুত্র।
মঙ্গলবারে সকালে গরুর মালিক তার স্থানীয় ওয়ার্ড মেম্বার আবিদুর রহমান ও এলাকার গন্যমান্যদের নিয়ে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর কাছ থেকে গরুটি নিয়ে যান।