চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের রঘুনন্দন বস্তি এলাকায় আব্দুল শহীদের পুত্র আবুল কালাম (৩০) কে সিআর ২৩৫/০৬ এর মামলার পলাতক ওয়ারেন্ট আসামী ৬মাসের সাজাপ্রাপ্ত আবুল কালামকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রঘুনন্দন বস্তি এলাকা থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। রবিবার রাত ৮টার দিকে চুনারুঘাট থানার এএসআই আব্দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ৬মাসের সাজাপ্রাপ্ত আবুল কালামকে গ্রেফতার করে।
অন্যদিকে উপজেলার একই ইউনিয়নের পঞ্চাশ গ্রামের অলি মিয়ার পুত্র নাজিউর রহমান কিবরিয়া (৩৫) কে ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী নাজিউর রহমান কিবরিয়াকে গ্রেফতার করে এএসআই আব্দুল্লাহ। জিআর মামলা নং ১৭/০৯। চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের ছাদেকপুর গ্রামের মৃত মকবুল হোসেন ওরপে ইয়াকুব আলীর পুত্র সফিক মিয়া (২৮) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। চুনারুঘাট থানার এএসআই মোস্তফা ও এএসআই আলমাসের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাকির মোহাম্মদ বাজার থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শফিক মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, শফিক মিয়ার বিরুদ্ধে সিআর ২/২০০০ সালের বন মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী ছিল। এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান সাজাপ্রাপ্ত আসামীদের বিষয়টি সত্যতার নিশ্চিত করেছেন।